[1] পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সর্বদা লম্বভাবে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলের উম্নতা পৃথিবীর অন্যান্য যে-কোনাে অঞ্চলের তুলনায় বেশি হয়।
[2] যেহেতু উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় (1000 মিটারে উষ্ণতা 6.5 °সে হারে হ্রাস পায়), তাই পার্বত্য অঞ্চলের তাপমাত্রা সমভূমি অঞ্চুলের থেকে কম হয়।
[3] সমুদ্র থেকে দূরে অবস্থিত মহাদেশের অভ্যন্তরের উয়তা চরম হয়। আবার, সমুদ্রের নিকটবর্তী মহাদেশগুলির উন্নতা সমভাবাপন্ন হয়।
এ ছাড়া, বায়ুর গতিপথে পর্বতের অবস্থান, উম্ন ও শীতল সমুদ্রস্রোতের প্রবাহ, বৃষ্টিপাত, অরণ্যের উপস্থিতি কোনাে স্থানের তাপমাত্রাকে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে নিয়ন্ত্রণ করে।