◆ প্রথম অংশ :ভারত তথা বিশ্বসভ্যতার ইতিহাসে সিন্ধু সভ্যতার আবিষ্কার একটি যুগান্তকারী ঘটনা হিসাবে চিহ্নিত। নগরকেন্দ্রিক এই সভ্যতার রাস্তাঘাট ও বসতবাড়ি কত আধুনিক ও উন্নত ধরনের ছিল তা নীচের আলােচনায় স্পষ্ট হয়ে ওঠে।
● রাস্তাঘাট - দুর্গের নীচে প্রায় দেড় কিলােমিটার অঞ্চল জুড়ে প্রকৃত শহর বিস্তৃত ছিল। প্রতিটি শহর তার চারদিকের প্রশস্ত রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। ৩ মিটার থেকে ১০ মিটার চওড়া এইসব রাজপথগুলাে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে সমান্তরালভাবে বিস্তৃত ছিল। গলিপথগুলি ছিল বড়াে রাস্তার সঙ্গে সংযুক্ত।
● বসতবাড়ি - গলিগুলির দু’পাশে বসতবাড়ির অবস্থান ছিল। মহেঞ্জোদারাে ও হরপ্পা এই দুটি নগরের কোনােটিতেই পাথরের তৈরি বাড়ির নিদর্শন পাওয়া যায়নি। বাড়িগুলির অধিকাংশই পােড়া ইট দিয়ে তৈরি হত। প্রতিটি বাড়িতে খােলা উঠোন, স্নানঘর, কুয়া, সিঁড়ি ও নর্দমার ব্যবস্থা ছিল। সাধারণত এই সমস্ত বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকত।
◆ দ্বিতীয় অংশ : হরপ্পা সভ্যতা অবলুপ্তির বিভিন্ন কারণ
প্রামাণ্য তথ্যের অভাবে হরপ্পা সভ্যতার উত্থানের মতাে পতনের কারণ সম্বন্ধেও সঠিক কিছু জানা যায় না, তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রাকৃতিক ও আর্থসামাজিক বিপর্যয় এবং বৈদেশিক আক্রমণকেই হরপ্পা সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়, যেমন :
ক ] প্রাকৃতিক বিপর্যয় :
১) সিন্ধু নদীতে প্রবল বন্যা,
২) মহেঞ্জোদারাের কাছে প্রবল ভূমিকম্প,
৩) কৃষিক্ষেত্রে সমুদ্রের জল প্রবেশ করায় চাষের জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কৃষির অবনতি,
৪) জলবায়ুর হঠাৎ পরিবর্তনে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়ায় বনভূমিগুলির ধ্বংসপ্রাপ্তি প্রভৃতি।
খ] আর্থসামাজিক কারণ : পৌর প্রশাসকদের অযােগ্যতায় মহেঞ্জোদারাে, হরপ্পা প্রভৃতি বড়াে বড়াে নগরগুলি ক্রমশ বসবাসের অযােগ্য হয়ে ওঠে।
গ] বিদেশি আক্রমণ : ক্রমাগত বিদেশি আক্রমণ ছিল হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ, ঐতিহাসিক হুইলারের মতে, এইসব আক্রমণকারীদের অনেকেই ছিল বৈদিক আর্য।
● পরিশেষে বলাযায় সভ্যতার পতনের মূলে বিভিন্ন কারণের সমাবেশ ঘটেছিল। তবে, সিন্ধু লিপির পাঠোদ্ধার হওয়া পর্যন্ত সিন্ধু সভ্যতার বিলুপ্তির রহস্য সঠিকভাবে উদ্ঘাটন সম্ভব নয়।