উত্তর: ভূপৃষ্ঠের যে উচ্চতার উপরে সারাবছর বরফ জমে থাকে, অর্থাৎ জল তরল
অবস্থায় থাকে, উচ্চতার সেই সীমারেখা টিকে বলা হয় হিমরেখা।
অক্ষাংশ ভেদে হিমরেখা উচ্চতা ভিন্ন হয়। এর কারণগুলি হল- উচ্চ অক্ষাংশের
তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হয়। সেই কারণে হিমরেখার উচ্চতাও উচ্চ অক্ষাংশে বেশি
হয়। যেমন- মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান সমুদ্রপৃষ্ঠ। নাতিশীতোষ্ণ অঞ্চলে ২০০০-২৫০০
মিটার, ক্রান্তিয় নিরক্ষীয় অঞ্চলে যথাক্রমে ৪০০০-৪৫০০ মিটার এবং ৫৫০০ মিটারের উপরে
থাকে ।