Class XI Suggestion

একাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2022:- পশ্চিমবঙ্গ উচ্চ মধ্য শিক্ষা পর্ষদের প্রস্তাবিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২০২২ সালের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শেষ মুহূর্তের বাংলা সাজেশন প্রকাশ করা হলো। যা থেকে 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অনেকেই খুঁজে চলেছো- একাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2022 , 2022 bengali Suggestion  , Class 11 bengali Suggestion 2022 , Class 11 bangali Suggestion 2022 pdf, একাদশ শ্রেণীর বাংলা সাজেশন  2022, একাদশ শ্রেণীর বাংলা সাজেশন  প্রভৃতি। 
■ সুতরাং তোমাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তবে রচনার ক্ষেত্রে যে কোনো দুটি বিষয়ের রচনা পড়তে পারো।তোমাদের লক্ষে পৌচ্ছে দেওয়াই আমাদের কাজ। ধন্যবাদ লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য। 
একাদশ শ্রেণির বাংলা সাজেশন2022
গল্প- কর্তার ভূত
১.কর্তার ভূত কী নিছক ভুতর গল্প নাকি রাজনৈতিক রুপক কাহিনী ব্যাখ্যাসহ লেখো।
২."ভুতের শাসনটাই কি অনন্তকাল চলবে" ভূতর শাসন বলতে কী বোঝানো হয়েছে ? ভূত শাসনের অবসান কিভাবে সম্ভব কর্তার ভূত গল্প অনুসারে লেখ।
তেলেনাপোতা আবিষ্কার
১.'তেলেনাপোতা আবিষ্কার'- গল্পের চরিত্রটি আলোচনা করো।
২.আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না"- আসল উদ্দেশ্য কী ?  সেই  উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করেন।
৩."আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথার নড়চড় হবে না"- কে কাকে কথাটি বলেছে? সত্যিই কী  তার কথার নড়চড় হবে না আলোচনা করো।
ডাকাতের মা
১. 'ডাকাতের মা' ছোটগল্প অবলম্বনে সৌখির মায়ের চরিত্র বিশ্লেষণ করো।
২.'ছেলের নামে কলঙ্ক এনেছে সে' - কে ছেলের নামে কলঙ্ক এনেছে? ডাকাতের মা গল্প অবলম্বনে প্রসঙ্গ ব্যাখ্যা করো।
প্রবন্ধ গ্যালিলিও 
১. 'নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন"- গ্যালিলিও  কী  আবিষ্কার করলেন? এইসব আবিষ্কার সনাতনপন্থী দের মধ্যে কী প্রভাব ফেলে ?
২.গ্যালিলিওর ছাত্র জীবনের বর্ণনা দাও।
৩."গ্যালিলিওর ডাক্তারি পড়া হলো না"- কখন কোথায় গ্যালিলিও ডাক্তারি পড়তেন? তাকে ডাক্তারি পড়তে পাঠানো হয়েছিল কেন? এর ফলাফল শেষে কী  হয়েছিল?
কবিতা -
নীল ধ্বজের প্রতি জনা
১.বীরঙ্গনা শব্দের অর্থ কী ? জনাকে প্রকৃতপক্ষে বীরাঙ্গনা বলা যায় কিনা ব্যাখ্যা করো।
২. "মহারথী প্রথা কিহে এই মহারথী"- মহারথী প্রথা কী ? কে কিভাবে এ প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও।
৩. "হায় পাগলিনী জনা"- পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো।
বাড়ির কাছে আরশিনগর
১."বলব কি সেই পড়শীর কথা"- পড়শীর  স্বরূপ সম্পর্কে আলোচনা করো।
২. "তব লক্ষ যোজন ফাঁক"- কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক? একত্র থেকেও এই দূরত্বের কারণ কী ?
নুন
১."আমাদের শুকনো নভাত লবণের ব্যবস্থাপক"- কে বলেছে এই দাবি কার কার কাছে কেন?
২."বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি"- বাপ বেটা ও  বলতে কি বুঝিয়েছেন কবি সারা পাড়া মাথায় পরার কারন কি
গুরু
১.পুরো নাটক অবলম্বনে  পঞ্চক  চরিত্রটি আলোচনা করো।
২. 'ভয়ানক পূর্ণ'- কোন পূণ্য ?  তা ভয়ানক কেনআলোচনা করো। 
৩.গুরু নাটকে মোট কয়টি সঙ্গীত রয়েছে? নাটকটিতে সংগীতের  ভূমিকা আলোচনা করো। 
৪. "পৃথিবীতে জন্মেছি পৃথিবী কে সেটা খুব কাছে বুঝিয়ে দিতে হবে"- কে কোন প্রসঙ্গে উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও।৫. "তার রাগটা কীরকম সেইটে দেখবার জন্য ত এ কাজ করেছি"- বক্তা কে? এখানে কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কী  হয় ? তার রাগ থামানোর জন্য বক্তা কী  করেছিলেন?
বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি
দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য
১. চর্যাপদ এর পুথি কে কোথা থেকে আবিষ্কার করেন? সন্ধ্যাভাষা বলতে কী বোঝো ? চর্যাপদে  সমকালীন সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করো।
২.বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? এই গ্রন্থটির সাহিত্যমল্য আলোচনা করো।
তৃতীয় অধ্যায়
মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য
১. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড ও কী কী ? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো।৩. শ্রীকৃষ্ণবিজয় কাব্যটির রচয়িতা কে? তিনি কী  উপাধি পেয়েছিলেন? তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও।৪. বিদ্যাপতির  বৈষ্ণব পদাবলীর পদ  রচনায় প্রতিভার পরিচয় দাও। তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারন কী ?
আধুনিক বাংলা সাহিত্যের ধারা মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র
১. রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির  কাল অনুসারে বিভাগ করে একটি  করে কাব্যগ্রন্থের নাম লেখ।
২. বিহারীলাল চক্রবর্তীর লেখা চারটি কাব্যের নাম লেখ তার কাব্যচর্চার বৈশিষ্ট্য আলোচনা করো ।
৩.নবান্ন নাটকের রচয়িতা কে? নাটকটির সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের কৃতিত্বের পরিচয় দাও।
৪. ছোট গল্প কাকে বলে? বাংলা ছোটগল্পের ধারায় রবীন্দ্রনাথ এর বৈশিষ্ট্য লেখ ।
ভাষা
প্রথম অধ্যায় -বিশ্বের ভাষা ও পরিবার প্রশ্ন
 ১.অবর্গীভূত ভাষা কাকে বলে ?পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও।
দ্বিতীয় অধ্যায়- ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা
১. অস্ট্রিক ভাষা বংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
তৃতীয় অধ্যায় প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ
১. সিন্ধু লিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 
২. বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।



Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.