➤ চিড়িয়াখানা: যে বিশেষ অঞ্চলে বিভিন্ন জীবজন্দুদের নির্বিঘ্নে ও টিকিৎসার ব্যবস্থা করা হয়, তাকে চিড়িয়াখানা (Zoo) বলে। বিভিন্ন প্রাণীদের এখানে সুস্থ জীবনযাপনের জন্য ও প্রজাতি বাঁচিয়ে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এ ছাড়া জনমানুষের কাছে তাদের প্রদর্শনের ব্যবস্থাও করা হয়।
➤ যেমন- পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা |
