আকবরের রাজ্যজয় নীতির উদ্দেশ্য বর্ণনা করাে।

সূচনা: মুঘল শাসক হিসেবে আকবর সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যকে সুসংহত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তােলার সিদ্ধান্ত নেন। তিনি সুস্পষ্ট কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যেই রাজ্যজয়ে লিপ্ত হন। 

আকবরের রাজ্যজয় নীতির উদ্দেশ্য ---

[1] সমগ্র ভারতে আধিপত্য স্থাপন: আকবর চেয়েছিলেন, সমগ্র ভারতে মুঘল আধিপত্য গড়ে উঠুক। তাই তিনি শুধুমাত্র উত্তর ভারত জয় করেই ক্ষান্ত হননি, তিনি দক্ষিণ ভারত বিজয়েও মনােনিবেশ করেছিলেন।

[2] পূর্বপুরুষদের অধিকৃত অঞ্চলের পুনরুদ্ধার: আকবরের পূর্বেকার মুঘল শাসকরা ভারতবর্ষের বেশকিছু অঞ্চল অধিকার করেও আধিপত্য বজায় রাখতে সক্ষম হননি|সেই হস্তচ্যুত অঞ্চলগুলি পুনরুদ্ধারের লক্ষ্যে আকবর তার রাজ্যজয় নীতি গ্রহণ করেন। 

[3] রাষ্ট্ৰীয় ঐক্য গঠন: মুঘল আমলে ভারতে পরস্পর সংঘর্ষে লিপ্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অস্তিত্ব ছিল| আকবরই সর্বপ্রথম এই সমস্ত রাজ্যগুলি জয়ের মাধ্যমে একরাষ্ট্রীয় ঐক্য গড়ে তুলতে চেয়েছিলেন৷ 

[4] শান্তিপ্রতিষ্ঠা: আকবর সমগ্র সাম্রাজ্যে একই ধরনের শাসন প্রবর্তনের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চেয়েছিলেন৷ 

[5] সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা: আকবর শাসনব্যবস্থা ও ধর্মীয় ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তনের মাধ্যমে তার সাম্রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

About the Author

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

1 comment

  1. পড়ে খুব ভালো লাগলো
Please Do Not Enter Any Span Link in The Comment Box
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.