[1] উলেমাদের প্রভাব থেকে মুক্ত হওয়া: আকবর ধর্মীয় ও রাষ্ট্রীয় ক্ষেত্রে উলেমাদের প্রভাব খর্ব করে নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য খুৎবা পাঠ এবং মাহজরনামা ঘােষণা করেন।
[2] সাম্রাজ্যের স্থায়িত্ব রক্ষা: আকবর চেয়েছিলেন হিন্দুমুসলমানের মধ্যে মিলনের সেতুবন্ধন তৈরি করে মুঘল সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে। শাসক হিসেবে তিনি উপলব্ধি করেছিলেন হিন্দুসহ অন্যান্য ধর্মের প্রজাদের প্রতি উদার মনােভাব না নিলে মুঘল সাম্রাজ্য অচিরেই ভেঙে পড়বে।
[3] জাতীয় সম্রাট হওয়া: আকবর জাতিধর্মনির্বিশেষে সকল প্রজার কাছেই এক গ্রহণযােগ্য শাসক হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। তিনি উদার ধর্মনীতির সাহায্যে প্রতিটি প্রজার মন জয় করে জাতীয় সম্রাট হতে চেয়েছিলেন।