1. নগর শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?
উঃ নগর শব্দটি সংস্কৃত শব্দ নগরম থেকে এসেছে
2. খ্রিস্টীয় একাদশ শতকে কারা দিল্লিতে শাসন করত?
উঃ খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকদের একটি গােষ্ঠী দিল্লিতে শাসন করত।
3. মধ্যযুগের যে-কোনাে দুটি শহরের নাম লেখাে।
উঃ মধ্যযুগের যে-কোনাে দুটি শহরের নাম হল দিল্লি, আগ্রা।
4. খ্রিস্টীয় দ্বাদশ শতকে কারা দিল্লির দখল নেয় ?
উঃ খ্রিস্টীয় দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লির দখল নেয়।
5. কুতুবউদ্দিন আইবক কোন্ শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরটির প্রতিষ্ঠিত করেন?
উঃ কিলা রাই পিথােরা শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরটির প্রতিষ্ঠিত করেন ।
6. সুলতানি আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হত কোন্ শহরকে?
উঃ সুলতানি আমলে কিলা রাই পিথােরাকে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হত।
7. দিল্লির নাম ‘হজরত-ই-দিল্লি হয় কেন?
উঃ সুফিসাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠার কারণে দিল্লির নাম হয় ‘হজরত-ই-দিল্লি।
8. কাকে দিল্লির প্রদীপ বলা হয়?
উঃ শেখ নাসিরউদ্দিনকে দিল্লীর প্রদীপ' বলা হয়।
9. দিল্লি শহরের একটি বৈশিষ্ট্য লেখাে।
উঃ দিল্লি শহরের একটি বৈশিষ্ট্য হল এর মিশ্র বৈশিষ্ট্য।
10. সুলতান ইলতুৎমিস দ্বারা খনন করানাে জলাধারটির নাম লেখাে।
উঃ সুলতান ইলতুৎমিস দ্বারা খনন করানাে জলাধারটির হল ‘হৌজই শামসি’ বা ‘হৌজই-সুলতানি'।
11. ইংরেজ দূত টমাস রাে কোন্ মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন?
উঃ ইংরেজ দূত টমাস রাে জাহাঙ্গিরের আমলে ভারতে আসেন।
12. নেহর-ই-বিহিস্ত’ কী?
উঃ মুঘল আমলে দুর্গ ও শহরের মধ্যেকার জলবাহী নালাগুলিকে বলা হত ‘নেহরই বিহিত।
13. কার সময়কালে দীনপনাহ’ শহরটি নির্মাণ শুরু হয়?
উঃ তুমায়ুনের সময়কালে ‘দীনপনাহ’ শহরটির নির্মাণ শুরু হয়।
14. শাহজাহানাবাদ কী?
উঃ ১৬৩৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর হল শাহজাহানাবাদ ।
15. চাঁদনি চক বলতে মুঘল আমলে কোন্ অঞ্চলকে বােঝানাে হত?
উঃ লালকেল্লা থেকে জাহান আরা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চাঁদনি চক বলা হত।
16. কিলা মুবারক স্থাপত্য কী নামে বিখ্যাত?
উঃ কিলা-মুবারক স্থাপত্য লালকেল্লা নামে বিখ্যাত।
17. মকান ও কোঠি কী?
উঃ হাভেলির থেকে নীচু স্তরের বাড়িগুলিকে মকান ও কোঠি বলা হত ।
18. কোঠারি কী?
উঃ শাহজাহানাবাদ শহরের সবচেয়ে ছােটো ঘরগুলিকে বলা হত কোঠোরি।
19. শাহজাহানাবাদের সবচেয়ে সুন্দর বাড়িগুলিকে কী বলা হত?
উঃ শাহজাহানাবাদের সবচেয়ে সুন্দর বাড়িগুলিকে হাভেলি বলা হত ।
20. সুলতানি আমলে দেশের ভেতরের বাণিজ্যে গ্রাম থেকে শহরে আসত এমন কিছু জিনিসপত্রের নাম লেখাে।
উঃ সুলতানি আমলে দেশের ভেতরের বাণিজ্যে গ্রাম থেকে শহরে আসত নানা ধরনের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজপত্র, ফল, লবণ ইত্যাদি।
21. জিতল’ কোন্ ধাতুর মুদ্রা ?
উঃ জিতল' তামার তৈরি মুদ্রা।
22. বণিকরা দেশের একপ্রান্ত থেকে আর-এক প্রান্তে বেচাকেনার জন্য কীসে করে মালপত্র নিয়ে যেত?
উঃ বণিকরা দেশের একপ্রান্ত থেকে আর-এক প্রান্তে বেচাকেনার জন্য সড়কপথে ভারবাহী পশুর পিঠে করে এবং জলপথে পালতােলা নৌকা ও জাহাজে করে মালপত্র নিয়ে যেত।
23. সুলতানি যুগের কয়েকটি হস্তশিল্পের নাম লেখাে।
উঃ সুলতানি যুগের কয়েকটি হস্তশিল্প ছিল চর্মশিল্প, কাষ্ঠশিল্প, গালিচাশিল্প, ধাতুশিল্প প্রভৃতি।
24. ইউরােপে ভারতের কোন মশলার চাহিদা ছিল খুব বেশি ?
উঃ ইউরােপে ভারতের মশলার গােলমরিচের চাহিদা খুব বেশি ছিল।
25. ‘দাম কী?
উঃ ‘দাম’ হল মুঘল আমলের তামার মুদ্রা।
26. মুঘল আমলে সােনার মুদ্রা কী নামে পরিচিত ?
উঃ মুঘল আমলে সােনার মুদ্রা মােহর বা আশরফি নামে পরিচিত।
27. সুলতানি ও মুঘল আমলে কোন্ বন্দর দুটি বাণিজ্যের প্রবেশপথ নামে বিখ্যাত ছিল?
উঃ সুলতানি ও মুঘল আমলে গুজরাটের ব্রোচ ও ক্যাম্বে বন্দর দুটি বাণিজ্যের প্রবেশপথ নামে বিখ্যাত ছিল।
28. সরাফ বলতে কাদের বােঝায়?
উঃ আজকের দিনের ব্যাংকের মতাে যারা মধ্যযুগের ভারতে টাকা বিনিময় এবং ধাতুর মুদ্রা পরীক্ষার কাজ করত তাদের সরাফ বলা হত ।
29. হুন্ডি কী?
উঃ তুর্কি শাসকদের আমলে সরাফরা যে কাগজের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকার লেনদেন করতেন তার নাম ছিল সুন্ডি।
30. ভাস্কো-দা-গামা কত খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে আসেন?
উঃ ভাস্কো-দা-গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে আসেন।
31. ভাস্কো-দা-গামার পর কোন্ পাের্তুগিজ নাবিক ভারতে আসেন?
উঃ ভাস্কো-দা-গামার পর পাের্তুগিজ নৌ-সেনাপতি ডিউক অব আলবুকার্ক ভারতে আসেন।
32. কালিকট বটি কোন্ সাগরের তীরে অবস্থিত ?
উঃ কালিকট বন্দরটি আরব সাগরের তীরে অবস্থিত।
33. বাংলা ভাষায় ওলন্দাজ বলা হয় কাদের ?
উঃ নেদারল্যান্ড বা হল্যান্ড দেশের অধিবাসী ডাচদের বাংলা ভাষায় ওলন্দাজ বলা হয়।
34. খ্রিস্টীয় সপ্তদশ শতকের ভারতে ইউরােপীয়দের প্রধান বাণিজ্যঘাঁটি ছিল কোন গুলি?
উঃ খ্রিস্টীয় সপ্তদশ শতকের ভারতে ইউরােপীয়দের প্রধান বাণিজ্যঘাঁটি ছিল সুরাট, মসুলিপতনম, পুলিকট এবং সুগলি।
35. বলবনের আমলে তৈরি একটি শহরতলির নাম কী?
উঃ বলবনের আমলে তৈরি একটি শহরতলি ছিল গিয়াসপুর।
36. কে কীভাবে জাহানপনাহকে একটি বৃহত্তর শহর হিসেবে গড়ে তােলার চেষ্টা করেন?
উঃ মহম্মদ-বিন-তুঘলক কুতুব দিল্লি, সিরি ও তার নিজের তৈরি জাহানপনাহকে একটি প্রাচীর দিয়ে ঘিরে বৃহত্তর শহর হিসেবে গড়ে তােলার চেষ্টা করেন।
37. কোন পরিকল্পনায় ফিরােজাবাদ গড়ে তােলা হয় ?
উঃ ফিরােজ তুঘলক শহরে জলের সমস্যা মেটানাের জন্য যমুনা নদীর পাড় বরাবর ফিরােজাবাদ শহরটি গড়ে তােলেন।
38. সুলতানি আমলে ছােটো শহরকে কী বলা হত ?
উঃ সুলতানি আমলে ছােটো শহরকে কসবা বলা হত।