1) উড ফাইবার: ফ্লেরেনকাইমা তন্তু যখন জাইলেম কলার সঙ্গে অবস্থান করে, তখন তাকে কাষ্ঠল তন্তু বা উড ফাইবার বলে। উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ।
2) বাস্ট ফাইবার: ফ্লেরেনকাইমা তন্তু যখন ফ্লোয়েম কলার সঙ্গে অবস্থান করে, তখন তাকে বাস্ট ফাইবার বা বাস্ট তন্তু বলে। উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং খাদ্যসঞ্চয় করা এর প্রধান কাজ।