উত্তর : ইসলাম ধর্মাবলম্বীদের পাঁচটি অবশ্য পালনীয় কর্তব্য আছে।
(১) প্রত্যেক মুসলমান এক ও অদ্বিতীয় আল্লাহর উপর বিশ্বাস রাখবে।
(২) প্রত্যেক মুসলমানকে প্রতিদিন পাঁচবার নমাজ পড়তে হবে।
(৩) প্রতি বছর রমজান মাসে রােজা বা উপবাস করতে হবে। সংগতি সম্পন্ন মুসলমানদের বার্ষিক আয়ের দুইয়ের এক শতাংশ দুস্থদের মধ্যে দান করতে হবে।
(৪) আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকলে প্রত্যেক মুসলমানকে জীবনে অন্তত একবার হজ করতে মক্কায় যেতে হবে ।