উত্তরঃ যেহেতু রোগটি X-লিংকড রিসেসিভ এবং পুরুষদের একটিই X ক্রোমোজোম থাকে, তাই এই রোগের বাহক হওয়ার কোনো সুযোগ থাকে না, সরাসরি রোগটি দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে অপর X ক্রোমোজোমটি যদি স্বাভাবিক থাকে তাহলে ডিফেক্টিভ X ক্রোমোজোমকে ওভাররাইড করতে সক্ষম হয়।
যৌন সংযোজিত রোগে পুরুষরা বাহক হয় না কেন ?
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.