রাগ কাকে বলে?
উত্তরঃ রাগ হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত একটি নির্দিষ্ট সুরেলা কাঠামো, যা সুরের মাধুর্য ও গভীরতা তৈরি করে। একে রাগ বলা হয়, কারণ এটি মানুষের মনে এক ধরনের আনন্দ বা রঞ্জিত অনুভূতি তৈরি করে। রাগ হলো একটি স্বরলিপি, যা নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির মাধ্যমে গঠিত। প্রতিটি রাগের নিজস্ব বৈশিষ্ট্য, সুর ও আবেগ থাকে।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.