আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | HS Third Semester Bengali Adorini MCQ Questions Answers

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর সেমিস্টার-3| Adorini Golper MCQ Question Answer for 3rd Semester Class 12 – উচ্চমাধ্যমিক বাংলার তৃতীয় সেমিস্টাির-এর
Lobkush Multimedia

 ১। ‘আদরিণী’ গল্পটির রচয়িতা হলেন-

(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) প্রভাতকুমার মুখোপাধ্যায়
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (c) প্রভাতকুমার মুখোপাধ্যায়

২। ‘আদরিণী’ গল্পটি কোন্ গল্পগ্রন্থের অন্তর্গত?
(a) গল্পাঞ্জলি
(b) গল্পবীথি
(c) পত্রপুষ্প
(d) ষোড়শী
উত্তরঃ (a) গল্পাঞ্জলি

৩। ‘আদরিণী’ রচনাটি কোন্ গোত্রের অন্তর্ভুক্ত?

(a) উপন্যাস
(b) প্রবন্ধ
(c) কাব্য
(d) ছোটোগল্প
উত্তরঃ (d) ছোটোগল্প

৪। ‘আদরিণী’ গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম হল-
(a) কুস্তুবিহারী পাল
(b) জয়রাম মুখোপাধ্যায়
(c) নরেশচন্দ্র রায়
(d) নগেন ডাক্তার
উত্তরঃ (b) জয়রাম মুখোপাধ্যায়

৫। প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম হল-
(a) শ্রীমতী রাধামণি দেবী
(b) শ্রীমতী ব্রজরানী দেবী
(c) শ্রীমতী সারদাসুন্দরী দেবী
(d) শ্রীমতী কুমুদিনী দেবী
উত্তরঃ (a) শ্রীমতী রাধামণি দেবী

৬। ‘আদরিণী’ গল্পটি মোট ক-টি পরিচ্ছেদে বিভক্ত?
(a) ৪টি
(b) ৫টি
(c) ৬টি
(d) ৭টি
উত্তরঃ (d) ৭টি

৭। নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবোতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন?
(a) কুঞ্জবিহারী
(b) নিকুঞ্জবিহারী
(c) গুঞ্জবিহারী
(d) আকুঞ্জবিহারী
উত্তরঃ (a) কুঞ্জবিহারী

৮। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু কখন জয়রাম মোক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন?
(a) সকালে
(b) বিকেলে
(c) দুপুরে
(d) সন্ধ্যায়
উত্তরঃ (b) বিকেলে

৯। “মেজবাবুর মেয়ের বিয়ে” কী বার?
(a) সোমবার
(b) মঙ্গলবার
(c) বুধবার
(d) বৃহস্পতিবার
উত্তরঃ (a) সোমবার

১০। মেজোবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) বেনারস
(d) মধ্যপ্রদেশ
উত্তরঃ (c) বেনারস

১১। পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষ্যে কোথা থেকে খেমটা আসছে?
(a) বেনারস
(b) কলকাতা
(c) দিল্লি
(d) মুম্বাই
উত্তরঃ (b) কলকাতা

১২। জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার?
(a) ১৭ বছর
(b) ১৮ বছর
(c) ১৯ বছর
(d) ২০ বছর
উত্তরঃ (d) ২০ বছর

১৩। “তাঁহার তীব্র অভিমান উপস্থিত হয়।” – কী রকম কারণে জয়রামবাবুর এই অভিমান হয়
(a) অতি সামান্য কারণে
(b) অত্যন্ত অল্প কারণে
(c) খুব সামান্য ব্যাপারে
(d) অত্যন্ত গুরুতর কারণে
উত্তরঃ (b) অত্যন্ত অল্প কারণে

১৪। “এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়?” – বক্তা কে?
(a) নগেন ডাক্তার
(b) জয়রাম মুখোপাধ্যায়
(c) কুঞ্জবিহারীবাবু
(d) পরেশনাথ রায়
উত্তরঃ (c) কুঞ্জবিহারীবাবু

১৫। “ভায়রা বসো” বলে জয়রামবাবু নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবুকে কোথায় বসতে বলেছিলেন?
(a) চেয়ারে
(b) শতরঞ্চিতে
(c) মাদুরে
(d) বেঞ্চিতে
উত্তরঃ (d) বেঞ্চিতে

১৬। ‘পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা’ জয়রামবাবুর পক্ষে একটু কঠিন কারণ তাতে দু-দিন কাছারি কামাই হয়। এই দুদিন কোন্ কোন্ দিন?
(a) সোম ও মঙ্গল
(b) মঙ্গল ও বুধ
(c) বুধ ও বৃহস্পতি
(d) বৃহস্পতি ও শুক্র
উত্তরঃ (a) সোম ও মঙ্গল

১৭। “গোরুর গাড়ি করে যেতে হলে” – আসতে যেতে কতদিন সময় লাগবে?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
উত্তরঃ (c) ৪

১৮। “সেও জোগাড় হওয়া মুশকিল” – কী জোগাড় হওয়া মুশকিল?
(a) গোরুর গাড়ি
(b) ঘোড়ার গাড়ি
(c) পালকি
(d) হাতি
উত্তরঃ (c) পালকি

১৯। “এই কথা? তার জন্যে আর ভাবনা কি ভাই?” – সংশ্লিষ্ট বিষয়টি কী?
(a) ঘোড়ার গাড়ি জোগাড়
(b) হাতি আনিয়ে নেওয়া
(c) খেমটা নাচ দেখার সুযোগ
(d) গহনা ক্রয় করা
উত্তরঃ (b) হাতি আনিয়ে নেওয়া

২০। “আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি।” – তাহলে হাতি কখন এসে যাবে?
(a) দুপুর নাগাদ
(b) বিকাল নাগাদ
(c) সন্ধ্যা নাগাদ
(d) রাত্রি নাগাদ
উত্তরঃ (c) সন্ধ্যা নাগাদ

২১। কোন্ গান শোনার কথা এখানে বলা হয়েছে? “আর তোমরা বসে শুনবে”
(a) জিন্দেগি এক সফর
(b) ইয়ে দোস্তি হাম নেহি
(c) সাত সমুন্দর পেয়ার মে তেরে
(d) পেয়ালা মুঝে ভর দে
উত্তরঃ (d) পেয়ালা মুঝে ভর দে

২২। সপ্তাহের কোন্ দিনটি জয়রামবাবু প্রভাতের আহ্নিক পূজাটা একটু ঘটা করেই করেন?
(a) রবিবার
(b) সোমবার
(c) মঙ্গলবার
(d) বুধবার
উত্তরঃ (a) রবিবার

২৩। রবিবার জয়রাম মোস্তার আহ্নিক পূজা ও জলযোগ সেরে সকাল ক-টার সময় বৈঠকখানায় এসে বসলেন?
(a) ছয়টা
(b) সাতটা
(c) আটটা
(d) নয়টা
উত্তরঃ (d) নয়টা

২৪। জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন্ বিশেষণটি ব্যবহার করেননি?
(a) প্রবল প্রতাপান্বিত
(b) শ্রীল
(c) শ্রীম মহারাজ
(d) প্রজাদরদি
উত্তরঃ (d) প্রজাদরদি

২৫। জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হল—
(a) ছোটো ছোটো গোল গোল
(b) গভীর ও ধূর্ত
(c) পটল চেরা
(d) বড়ো বড়ো ভাসা ভাসা
উত্তরঃ (d) বড়ো বড়ো ভাসা ভাসা

২৬। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস—
(a) বরিশাল
(b) খুলনা
(c) যশোর
(d) ঢাকা
উত্তরঃ (c) যশোর

২৭। জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন যেভাবে এসেছিলেন তার মধ্যে ছিল না—
(a) নৌকাপথ
(b) মোটরগাড়ি
(c) গোরুর গাড়ি
(d) পদব্রজ
উত্তরঃ (b) মোটরগাড়ি

২৮। “এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকাদালান কোঠা করিয়াছেন,”-এর পাশাপাশি তিনি আর যা করেছিলেন বা কিনেছিলেন তার মধ্যে ছিল না—
(a) বাগান
(b) কোম্পানির কাগজ
(c) মোটরগাড়ি
(d) পুকুর
উত্তরঃ (c) মোটরগাড়ি

২৯। “জয়রাম মুখুয্যেকে তাহারা কেহই হটাইতে পারে নাই।” – তাহারা কারা?
(a) ইংরাজিওয়ালা মোক্তার
(b) উর্দুওয়ালা মোক্তার
(c) হিন্দিওয়ালা মোক্তার
(d) ফর্সাওয়ালা মোক্তার
উত্তরঃ (a) ইংরাজিওয়ালা মোক্তার

৩০। “এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। যৌবনকালে ইনি রীতিমত” কীরকম ছিলেন?
(a) রগচটা
(b) বদমেজাজি
(c) বুক্ষ মেজাজের
(d) বদরাগি
উত্তরঃ (d) বদরাগি

৩১। জয়রাম মোক্তারের গাই গোরুর নাম কী ছিল?
(a) ধবলী
(b) শ্যামলী
(c) মঙ্গলা
(d) অবলা
উত্তরঃ (c) মঙ্গলা

৩২। “হুজুরের তাও নেই দেখছি।” কার মতো কী না থাকার কথা বলা হয়েছে?
(a) পিতার বৈষয়িক জ্ঞান
(b) পুত্রের আইন জ্ঞান
(c) কন্যার সাধারণ জ্ঞান
(d) স্ত্রীর আইন জ্ঞান
উত্তরঃ (d) স্ত্রীর আইন জ্ঞান

৩৩। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল—
(a) পাঁচ টাকা
(b) সাত টাকা
(c) নয় টাকা
(d) দশ টাকা
উত্তরঃ (a) পাঁচ টাকা

৩৪। ‘পাঁচটা টাকা জরিমানার হুকুম রহিত’ করবার জন্য জয়রাম মোক্তার কত টাকা খরচ করেছিলেন?
(a) ১২০০ টাকা
(b) ১৫০০ টাকা
(c) ১৭০০ টাকা
(d) ১৯০০ টাকা
উত্তরঃ (c) ১৭০০ টাকা

৩৫। “… মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে চালাইয়া দিয়েছেন।” – এখানে মামানসই নয় কোনটি?
(a) অত্যাচারিত
(b) শোষিত
(c) উৎপীড়িত
(d) গরিব
উত্তরঃ (b) শোষিত

৩৬। প্রতি রবিবার কখন পাড়ার যুবক ও বুড়োর দল মোক্তারমশাইয়ের বৈঠকখানায় একত্রিত হয়ে তাস-পাশা খেলেন?
(a) সূর্যোদয়ের সময়
(b) সূর্যাস্তের সময়
(c) বিকালের সময়
(d) সন্ধ্যার সময়
উত্তরঃ (c) বিকালের সময়

৩৭। প্রতি রবিবার জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকালে কী খেলা হত?
(a) তাস
(b) দাবা
(c) লুডো
(d) ক্যারাম
উত্তরঃ (a) তাস

৩৮। আদরিণীর খাওয়ার জন্য কোন্ গাছ কেটে আনা হয়েছিল?
(a) ধান গাছ
(b) গম গাছ
(c) কলা গাছ
(d) পেঁপে গাছ
উত্তরঃ (c) কলা গাছ

৩৯। পত্রবাহক জয়রামবাবুদের জন্য হাতি চাইতে গেলে মহারাজা কীভাবে আসতে বলেছিলেন?
(a) পায়ে হেঁটে
(b) গোরুর গাড়িতে
(c) ঘোড়ার গাড়িতে
(d) মোটরগাড়িতে
উত্তরঃ (b) গোরুর গাড়িতে

৪০। হাতি না পাঠিয়ে মহারাজ গোরুর গাড়িতে আসার কথা বললে জয়রাম মোস্তারের প্রতিক্রয়ায় যেটি ছিল না, তা হল—
(a) ক্ষোভ
(b) লজ্জা
(c) রোষ
(d) দুশ্চিন্তা
উত্তরঃ (d) দুশ্চিন্তা

৪১। জয়রাম মোস্তার যেন ‘একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন’। তাতে তাঁর কাঁপতে লাগল—
(a) হাত থর থর করে
(b) হাত পা ঠক্ ঠক্ করে
(c) পা থর থর করে
(d) সারা শরীর রাগে রিরি করে
উত্তরঃ (b) হাত পা ঠক্ ঠক্ করে

৪২। “কম্পিতস্বরে ঘাড়, বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন- ‘হাতি দিলে না…!” – বারংবার বলতে এখানে কত বার বলার কথা উল্লেখ করা আছে?
(a) ৩ বার
(b) ৪ বার
(c) ৫ বার
(d) ৬ বার
উত্তরঃ (a) ৩ বার

৪৩। “এক জোড়া নূতন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায়?” কে কিনে এনেছে?
(a) হামিরুদ্দ শেখ
(b) হাকিমুদ্দ শেখ
(c) রহিমুদ্দি শেখ
(d) ইদামদ্দি শেখ
উত্তরঃ (d) ইদামদ্দি শেখ

৪৪। আদরিণীকে জয়রাম মোক্তার কার কাছ থেকে কিনে নেন?
(a) উমাচরণ ঘোষ
(b) উমাচরণ লাহিড়ী
(c) উমাচরণ চক্রবর্তী
(d) উমাচরণ ব্যানার্জী
উত্তরঃ (b) উমাচরণ লাহিড়ী

৪৫। উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকায় জয়রাম মোক্তার আদরিণীকে কিনেছিলেন?
(a) ১০০০ টাকায়
(b) ২০০০ টাকায়
(c) ৩০০০ টাকায়
(d) ৪০০০ টাকায়
উত্তরঃ (b) ২০০০ টাকায়

৪৬। “অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল।” – তাহাদিগকে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
(a) অশান্ত বালকদিগকে
(b) অশিষ্ট বালকদিগকে
(c) দুরন্ত বালকদিগকে
(d) দুর্দান্ত বালকদিগকে
উত্তরঃ (b) অশিষ্ট বালকদিগকে

৪৭। “একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন।” কে বার হয়ে এল?
(a) বড়ো বউমা
(b) মেজো বউমা
(c) সেজো বউমা
(d) ছোটো বউমা
উত্তরঃ (a) বড়ো বউমা

৪৮। “আদরিণী তখন জানু পাতিয়া বসিল।” কার ইঙ্গিতানুসারে আদরিণী জানু পেতে বসল?
(a) জয়রামবাবুর
(b) মাহুতের
(c) বড়োছেলের
(d) মেজোছেলের
উত্তরঃ (b) মাহুতের

৪৯। আদরিণীর ললাট ‘তৈল ও সিন্দুরে’ রাঙিয়ে দিয়েছিল কে?
(a) মাহুত
(b) বড়োবধূ
(c) জ্যেষ্ঠপুত্র
(d) মেজোছেলের
উত্তরঃ (b) বড়োবধূ

৫০। মহারাজা নরেশচন্দ্র রায়ের বৈঠকখানা ক-টি তলবিশিষ্ট ছিল?
(a) দ্বিতল
(b) প্রিতল
(c) চতুঃতল
(d) পঞ্চতল
উত্তরঃ (a) দ্বিতল

৫১। “যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি” বাক্যটির দ্বারা বক্তার কোন্ মনোভাব প্রকাশিত হচ্ছে?
(a) বিনয়
(b) শ্লেষ
(c) বিদ্রুপ
(d) বিনয় ও শ্লেষ
উত্তরঃ (d) বিনয় ও শ্লেষ

৫২। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন—
(a) নরেশচন্দ্রের সহিত
(b) পরেশচন্দ্রের সহিত
(c) মহেশচন্দ্রের সহিত
(d) ভবেশচন্দ্রের সহিত
উত্তরঃ (a) নরেশচন্দ্রের সহিত

৫৩। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র ক-টি?
(a) একটি
(b) দুইটি
(c) তিনটি
(d) চারটি
উত্তরঃ (c) তিনটি

৫৪। জয়রাম মোক্তারের কোন্ পুত্রটি কলকাতায় লেখাপড়া করছিল?
(a) বড়োছেলে
(b) মেজোছেলে
(c) সেজোছেলে
(d) ছোটোছেলে
উত্তরঃ (d) ছোটোছেলে

৫৫। “সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা।” -ভরসাটা কীসের?
(a) মানুষ হওয়ার
(b) ভালো পাত্রী পাওয়ার
(c) টাকা পয়সার অভাব মোচনের
(d) ভালো দালান কোঠা বানাবার
উত্তরঃ (c) টাকা পয়সার অভাব মোচনের

৫৬। “এর কারণ হল– ‘মুখের জবাব মুখেই রহিয়া যায়।'”
(a) জুনিয়র উকিলের প্রশ্ন বুঝতে পারে না
(b) তর্জমা শুনে উত্তর দেওয়ার আগেই অন্য প্রশ্ন চলে আসে
(c) জুনিয়র উকিলদের মুখের ইংরেজি ভাষা না বুঝতে পেরে তর্জমাকারীর সাহায্য নেওয়া
(d) কোনোটিই নয়
উত্তরঃ (c) জুনিয়র উকিলদের মুখের ইংরেজি ভাষা না বুঝতে পেরে তর্জমাকারীর সাহায্য নেওয়া

৫৭। “সেই মোকদ্দমার আসামী জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল।” -তখন জয়রামবাবুর বয়স কত ছিল?
(a) ৫৫ বছর
(b) ৬০ বছর
(c) ৬১ বছর
(d) ৬৫ বছর
উত্তরঃ (c) ৬১ বছর

৫৮। “এই সময় দায়রায় একটি খুনী মোকদ্দমা উপস্থিত হইল।” -এই মোকদ্দমা কত দিন যাবৎ চলছিল?
(a) ৩ দিন যাবৎ
(b) ৪ দিন যাবৎ
(c) ৫ দিন যাবৎ
(d) ৬ দিন যাবৎ
উত্তরঃ (a) ৩ দিন যাবৎ

৫৯। “উনি উকিল নহেন, মোক্তার।” বক্তা কে?
(a) জজসাহেব
(b) এসেসার
(c) পেশকার
(d) তর্জমাকারী
উত্তরঃ (c) পেশকার

৬০। “আপনি মোক্তার।” – শব্দ দুটি জজসাহেব মোট কতবার উচ্চারণ করেছিলেন?
(a) দুই বার
(b) তিন বার
(c) চার বার
(d) পাঁচ বার
উত্তরঃ (a) দুই বার

৬১। “হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন।” – বিক্রি করে দিলে মাসে মাসে কত টাকা বেঁচে যাবে?
(a) ত্রিশ টাকা
(b) চল্লিশ টাকা
(c) ত্রিশ-চল্লিশ টাকা
(d) চল্লিশ-পঞ্চাশ টাকা
উত্তরঃ (c) ত্রিশ-চল্লিশ টাকা

৬২। “…ওদের একে একে বিক্রি করে ফেল।” – ‘ওদের’ বলতে কাদের কথা বলেছেন বক্তা?
(a) গোরু-ছাগল
(b) শেয়ারের কাগজ
(c) দালান-পুকুর
(d) নাতি-পুতি
উত্তরঃ (d) নাতি-পুতি

৬৩। “…বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন।” -এই বিজ্ঞাপনের শিরোনামটি কী ছিল?
(a) হাতি ভাড়ার বিজ্ঞাপন
(b) হস্তী ভাড়ার বিজ্ঞাপন
(c) হস্তী ভাড়া দিবার বিজ্ঞাপন
(d) হাতি ভাড়া দিবার বিজ্ঞাপন
উত্তরঃ (b) হস্তী ভাড়ার বিজ্ঞাপন

৬৪। আদরিণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল?
(a) তিন টাকা
(b) চার টাকা
(c) পাঁচ টাকা
(d) ছয় টাকা
উত্তরঃ (b) চার টাকা

৬৫। “হস্তী ভাড়ার বিজ্ঞাপন”-এর শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দেওয়া ছিল-
(a) চৌধুরী পাড়া
(b) ব্রাহ্মণ পাড়া
(c) উকিল পাড়া
(d) মোক্তার পাড়া
উত্তরঃ (a) চৌধুরী পাড়া

৬৬। “মাঝে মাঝে লোকে হস্তী ভাড়া লইতে লাগিল বটে” -কিন্তু তাতে কত টাকার বেশি আয় হল না?
(a) ১০-১৫ টাকা
(b) ১৫-২০ টাকা
(c) ২০-২৫ টাকা
(d) ২৫-৩০ টাকা
উত্তরঃ (b) ১৫-২০ টাকা

৬৭। জয়রাম মুখোপাধ্যায়ের কে ‘পীড়িত হইয়া পড়িল’?
(a) বড়োছেলের বড়োছেলে
(b) মেজোছেলের বড়োছেলে
(c) বড়োছেলের ছোটোছেলে
(d) মেজোছেলের ছোটোছেলে
উত্তরঃ (a) বড়োছেলের বড়োছেলে

৬৮। “কয়েকমাস পরেই আরও দুইটি জীবের অন্নসংস্থান করিতে হইবে।” -কারণ-
(a) স্ত্রী ও কন্যা অন্তঃসত্ত্বা
(b) বড়োবউ ও মেজোবউ অন্তঃসত্ত্বা
(c) কন্যা ও বড়োবউ অন্তঃসত্ত্বা
(d) মাহুত ও রাখাল নিযুক্ত হবে
উত্তরঃ (b) বড়োবউ ও মেজোবউ অন্তঃসত্ত্বা

৬৯। জ্যেষ্ঠ, পৌত্রী কল্যাণী’র বয়স কত?
(a) ১১ বছর
(b) ১২ বছর
(c) ১২ বছরের বেশি
(d) ১১ বছরের বেশি
উত্তরঃ (d) ১১ বছরের বেশি

৭০। “ফুলুট বাজাইয়া বেড়াইতেছে।” কে?
(a) জয়রাম মোক্তারের বড়োছেলে
(b) জয়রাম মোক্তারের ছোটোছেলে
(c) জয়রাম মোক্তারের মেজোছেলে
(d) জয়রাম মোক্তারের বড়োনাতি
উত্তরঃ (a) জয়রাম মোক্তারের বড়োছেলে

৭১। “অবশেষে একস্থানে বিবাহ স্থির হইল।” -পাত্রটি কোন্ কলেজে এমএ পড়ছে?
(a) ঢাকা
(b) চট্টগ্রাম
(c) রাজশাহি
(d) বরিশাল
উত্তরঃ (c) রাজশাহি

৭২। কত হাজার টাকা হলে জয়রাম মোক্তারের বড়ো নাতনির বিয়ে সম্পন্ন হবে বলে ধারণা?
(a) দুই হাজার
(b) আড়াই হাজার
(c) তিন হাজার
(d) সাড়ে তিন হাজার
উত্তরঃ (b) আড়াই হাজার

৭৩। জয়রাম মোক্তারের ছোটো ছেলেটি কোন্ পরীক্ষায় ফেল করেছে?
(a) উচ্চমাধ্যমিক
(b) বিএ
(c) এমএ
(d) মাধ্যমিক
উত্তরঃ (b) বিএ

৭৪। বামুনহাটে মেলা হয়-
(a) কার্ত্তিক সংক্রান্তিতে
(b) ১ লা বৈশাখে
(c) চৈত্র সংক্রান্তিতে
(d) মকর সংক্রান্তিতে
উত্তরঃ (c) চৈত্র সংক্রান্তিতে

৭৫। “হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন।” -বিক্রি হলে কত হাজার টাকা লাভহবে বলে ধারণা?
(a) এক হাজার
(b) দুই হাজার
(c) তিন হাজার
(d) চার হাজার
উত্তরঃ (a) এক হাজার

৭৬। আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাহুতের সঙ্গে কে যাবে ঠিক হয়েছিল?
(a) বড়োছেলে
(b) বড়োনাতি
(c) ছোটোছেলে
(d) মেজোছেলে
উত্তরঃ (d) মেজোছেলে

৭৭। “প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না।” তাই জয়রাম মোক্তার কীসের আশ্রয় নিয়েছিলেন?
(a) কপটতার
(b) ছলনার
(c) মিথ্যার
(d) চালাকির
উত্তরঃ (b) ছলনার

৭৮। “কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে।” বিবাহের দিন কবে স্থির হয়েছে?
(a) ১০ জ্যৈষ্ঠ
(b) ১০ বৈশাখ
(c) ১০ আশ্বিন
(d) ১০ পৌষ
উত্তরঃ (a) ১০ জ্যৈষ্ঠ

৭৯। কোন্ মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে?
(a) বৈশাখ
(b) জ্যৈষ্ঠ
(c) আশ্বিন
(d) পৌষ
উত্তরঃ (a) বৈশাখ

৮০। “মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল।” -আদরিণী কবে ঘরে ফিরে এল?
(a) ১০ জ্যৈষ্ঠ
(b) ১২ ফাল্গুন
(c) ৩ মাঘ
(d) ১ বৈশাখ
উত্তরঃ (d) ১ বৈশাখ

৮১। “ওঁর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে।” -ব্রহ্মবাক্যটি হল-
(a) “যাও মা আদর, মেলা দেখে এসো”
(b) “আদর, যাও মা মেলা দেখে এসো”
(c) “যাও মা মেলা দেখে এসো আদর”
(d) “আদর মা যাও মেলা দেখে এসো”
উত্তরঃ (b) “আদর, যাও মা মেলা দেখে এসো”

৮২। “সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল।” কোথায় পাঠাবার পরামর্শ হল?
(a) জিয়াগঞ্জের হাটে
(b) আজিমগঞ্জের হাটে
(c) সোনাগঞ্জের হাটে
(d) রসুলগঞ্জের হাটে
উত্তরঃ (d) রসুলগঞ্জের হাটে

৮৩। বামুনহাটের মেলার কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জের মেলা বসে?
(a) দশ ক্রোশ উত্তরে
(b) পনেরো ক্রোশ উত্তরে
(c) বারো ক্রোশ উত্তরে
(d) কুড়ি ক্রোশ উত্তরে
উত্তরঃ (a) দশ ক্রোশ উত্তরে

৮৪। “জানতে পেরেছে।” – আদরিণী কী জানতে পেরেছে?
(a) ওকে বিক্রি করা হবে
(b) ও আর এ বাড়িতে ফিরবে না
(c) ও পথে মারা যাবে
(d) ও অসুস্থ হয়ে পড়বে
উত্তরঃ (b) ও আর এ বাড়িতে ফিরবে না

৮৫। আদরিণীর বিদায়ের পর জয়রাম মোক্তার তার জন্য কোন্ কোন্ মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন?
(a) সন্দেশ ও রাবড়ি
(b) রসগোল্লা ও মিহিদানা
(c) সন্দেশ ও রসগোল্লা
(d) রসগোল্লা ও দানাদার
উত্তরঃ (c) সন্দেশ ও রসগোল্লা

৮৬। বাড়ি থেকে কত দূরে আদরিণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে?
(a) সাত মাইল
(b) সাত কিমি
(c) সাত ক্রোশ
(d) সাত মিটার
উত্তরঃ (c) সাত ক্রোশ

৮৭। কথায় বলে ব্রহ্মবাক্য-
(a) বেদবাক্য
(b) নীতিবাক্য
(c) জ্ঞানবাক্য
(d) উপদেশবাক্য
উত্তরঃ (a) বেদবাক্য

৮৮। আদরিণী মারা যাওয়ার কতদিন পরে জয়রাম মোক্তার মৃত্যু হয়েছিল?
(a) ৩০ দিন পরে
(b) ৪০ দিন পরে
(c) ৫০ দিন পরে
(d) ৬০ দিন পরে
উত্তরঃ (d) ৬০ দিন পরে

Post a Comment

Please Do Not Enter Any Span Link in The Comment Box
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.