১. পশ্চিমবঙ্গের আয়তন কত?
উত্তরঃ- ৮৭৮৫৩ বর্গ কিমি।
২. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?
উত্তরঃ- তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।
৩. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?
উত্তরঃ- ঘুম রেঞ্জ।
৪. টাইগার হিলের উচ্চতা কত?
উত্তরঃ- ২,৫৭৩ মিটার।
৫. ভাগীরথীর দুটি উপনদীর নাম লেখো।
উত্তরঃ- ময়ুরাক্ষী ও অজয়।
৬. দামোদরের দুটি উপনদীর নাম লেখো।
উত্তরঃ- কোনার ও বরাকর।
৭. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
উত্তরঃ- তিস্তা।
৮. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?
উত্তরঃ- ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।
৯. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?
উত্তরঃ- গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।
১০. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।
উত্তরঃ- বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া
বীরভূম – মথুরাখালি
মেদিনীপুর – বেলপাহাড়ী।
১১. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।
উত্তরঃ- অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।
১২. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।
উত্তরঃ- জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।
১৩. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?
উত্তরঃ- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
১৪. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?
উত্তরঃ- মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।
১৫. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।
উত্তরঃ- তিস্তা, জলঢাকা, মহানন্দা।
১৬. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।
উত্তরঃ- সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।
১৭. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।
উত্তরঃ- বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।
বৃষ্টির জলে পুষ্ট – অজয়
জোয়ারের জলে পুষ্ট – মাতলা।
১৮. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?
উত্তরঃ- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
১৯. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?
উত্তরঃ- মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।
২০. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?
উত্তরঃ- গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।
২১. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?
উত্তরঃ- দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।
২২. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?
উত্তরঃ- শিলাবতী ও দারকেশ্বর।
২৩. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।
উত্তরঃ- হুগলী নদী।
২৪. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।
উত্তরঃ- দামোদর, অজয়, ময়ূরাক্ষী।
২৫. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।
উত্তরঃ- হুগলী নদী।
২৬. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?
উত্তরঃ- দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।
২৭. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?
উত্তরঃ- সান্দাকফু (৩৬৩০ মিটার)।
২৮. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।
উত্তরঃ- অযোধ্যা পাহাড়।
২৯. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?
উত্তরঃ- পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।
৩০. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।
উত্তরঃ- দামোদর নদ।
৩১. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।
উত্তরঃ- ময়ূরাক্ষী।
৩২. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উত্তরঃ- গোরগাবুরু।
৩৩. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।
উত্তরঃ- তিস্তা।
৩৪. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?
উত্তরঃ- উপকূলের বালুকাময় সমভূমিতে।
৩৫. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?
উত্তরঃ- ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।
৩৬. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ- পশ্চিমের মালভূমি অঞ্চলে।
৩৭. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।
উত্তরঃ- ব্রাহ্মণী।
৩৮. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?
উত্তরঃ- মুণ্ডেশ্বরী।
৩৯. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?
উত্তরঃ- দার্জিলিং –এ।
৪০. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?
উত্তরঃ- পুরুলিয়া জেলা।
৪১. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?
উত্তরঃ- ল্যাটেরাইট।
৪২. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?
উত্তরঃ- লবণাক্ত।
৪৩. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?
উত্তরঃ- পশ্চিমের মালভূমি অঞ্চলে।
৪৪. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।
উত্তরঃ- অযোধ্যা পাহাড়।
৪৫. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উত্তরঃ- বক্সা দুয়ার-এ।
৪৬. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তরঃ- তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।
৪৭. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?
উত্তরঃ- গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।
৪৮. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?
উত্তরঃ- পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।
৪৯. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?
উত্তরঃ- দামোদর নদকে।
৫০. সুন্দরবন নামকরণের কারণ কী?
উত্তরঃ- উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।
৫১. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?
উত্তরঃ- সুন্দরবন অঞ্চল।
৫২. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?
উত্তরঃ- সিঙ্গলিলা শৈলশিরা।
৫৩. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?
উত্তরঃ- ভাগীরথী হুগলী নদী।
৫৪. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।
উত্তরঃ- পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
৫৫. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?
উত্তরঃ- কাঁসাই ও কেলেঘাই নদীর।
৫৬. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- কালো বা ধূসর।
৫৭. কোন্ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?
উত্তরঃ- বর্ধমান
৫৮. পূর্বের শেফিল্ড কাকে বলা হয়?
উত্তরঃ- হাওড়াকে
৫৯. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো।
উত্তরঃ- শংকরপুর ও কাকদ্বীপ।
৬০. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?
উত্তরঃ- আসানসোল।
৬১. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়?
উত্তরঃ- কালো বা ধূসর।
৬২. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
উত্তরঃ- তিস্তা।
৬৩. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো।
উত্তরঃ- শংকরপুর ও কাকদ্বীপ।
৬৪. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?
উত্তরঃ- আসানসোল।
৬৫. ‘তরাই’ কথাটির অর্থ কি?
উত্তরঃ- স্যাঁতস্যাঁতে
৬৬. তিস্তা নদীর উৎস কি?
উত্তরঃ- জিমু হিমবাহ
৬৭. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কি বলে?
উত্তরঃ- কালবৈশাখী
৬৮. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো।
উত্তরঃ- চা ও পাট।
৬৯. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?
উত্তরঃ- আসানসোল।
৭০. দার্জিলিং নেপাল সীমান্তে কোন্ শৈলশিরা অবস্থিত?
উত্তরঃ- সিঙ্গালিলা
৭১. আলিপুরদুয়ার জেলাটি ভেঙে কোন্ জেলার সৃষ্টি করা হয়েছে?
উত্তরঃ- জলপাইগুড়ি
৭২. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো।
উত্তরঃ- পাট ও শন।
৭৩. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে?
উত্তরঃ- তিস্তা নদী।
৭৪. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ- গোর্গাবুরু
৭৫. ‘ডুয়ার্স’ কথাটির অর্থ কি?
উত্তরঃ- দরজা
৭৬. পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখ।
উত্তরঃ- বাসমতি