উত্তরঃ- পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র মৌসুমি প্রকৃতির হওয়ায় ঋতু পরিবর্তন ঘটে। এই ঋতু পরিবর্তন পর্ণমোচী প্রজাতির উদ্ভিত জন্মানোর মূল কারণ। বছরে আর্দ্র ও উষ্ণ গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল হয়ে থাকে। এছাড়াও এই দুটি ঋতুর মধ্যবর্তী সময়ে বসন্ত ঋতু এবং হেমন্ত ঋতুর আগমন ঘটে এবং এই নির্দিষ্ট দুটি ঋতুতেই পার্বত্য ও সমভূমি অঞ্চলের বেশ কিছু প্রজাতির গাছের পাতা ঝরে যায়। এইধরণের স্বাভাবিক উদ্ভিদের প্রজাতির শিতকালের পূর্বে ও গ্রীষ্মের আগমনের পূর্বে নিয়ম করে গাছের পাতা ঝরে যায় তাই এই প্রজাতির নাম পর্ণমোচী উদ্ভিদ। যে তিন ধরণের পর্ণমোচী উদ্ভিত দেখা যায়, সেগুলি হল –
- শাল, সেগুন, ওক, বারচ, ম্যাপল প্রভৃতি পূর্ব হিমালয়ে দেখা যায়।
- শাল, শিমূল, মহুয়া, পলাশ, আমলকী প্রভৃতি মালভূমি অঞ্চলে দেখা যায়।
- আম, জাম, কাঁঠাল প্রভৃতি সমভূমি অঞ্চলে দেখা যায়।